Joypurhat district

Joypurhat District (rajshahi division) with an area of 965.44 sq km, is bounded by dinajpur district on the north, naogaon districts on the south, bogra and gaibandha districts on the east, Bogra and Naogaon districts and Indian province of west bengal on the west..

Joypurhat district

The Second Girls Cadet College of Bangladesh is situated in Jaipurhat since 2005."Bina Pani Sarkar", the pride of Joypurhat giving the educational support for the lowest privileged children by her own interest and she has been selected as "Shada Moner Manush" for this. We are proud of her..

Joypurhat district

Population 844818; male 51.03%, female 48.97%; Muslim 88.18%, Hindu 9.57%, tribles and others 2.25%; ethnic nationals: Santal, Orao, Munda, Mahali, Koch, Pahan, Buna, Ho, Mahato, Rajbangshi and Koch are noted trible..

Joypurhat district

Jaipurhat's economy is mainly based on seasonal crops like Potato, Onions etc. It also produces a huge amount of sugarcane and it holds the country's largest sugar-mill..

Joypurhat district

Main occupations Agriculture 53.33%, agricultural labourer 24.85%, wage labourer 1.66%, commerce 9.95%, service 4.39%, transport 1.38%, others 7.44%..

Thursday, 16 August 2012

প্রায় ৪,৮০০ বছর পর আবিস্কার হলো নূহ নবী ( আ: ) জাহাজের ধ্বংসাবশেষ

প্রায় ৪,৮০০ বছর পর আবিস্কার হলো নূহ নবী ( আ: ) জাহাজের ধ্বংসাবশেষ 

 

চীনা ও তুর্কী গবেষেকদের সমন্বয়েগঠিত নোয়াস আর্ক মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল নামক হংকং ভিত্তিক একটি সংস্থা নিশ্চিত করেছে যে, তুরস্কেরমাউন্ট আরারাত এর ১৪,৭০০ ফুট উঁচুতে স্তরীভূত কাঠের জাহাজের সন্ধান পাওয়া গেছে। এর কয়েকটি ছবি প্রকাশ করে তারা দেখিয়েছেন, জাহাজটির গঠন কাঠামো এবং অভ্যন্তরিন অন্যান্য নিদর্শন থেকে তারা ৯৯.৯ ভাগ নিশ্চিত যে এটিই কোরান ও বাইবেলে উল্লেখিত নূহের কিস্তি। সংস্থাটি জাহাজের কার্বন পরীক্ষাও সম্পন্ন করেছেন। তারা জানিয়েছেন, এ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে স্তরীভূত কাঠের বয়স ৪,৮০০ বছর। অনুসন্ধানী দলেরসদস্য ইয়ং উইং-চুং, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা, বলেছেন : আমরা ১০০ ভাগ নিশ্চিত নই যে এটা নূহের কিস্তি, তবে আমরা ৯৯.৯ ভাগ নিশ্চিত যে এটাই সেটা। – খবর ফক্স নিউজ (২৮ এপ্রিল ২০১০) নূহ নবী (আ)’র মহাপ্লাবন সূরা হুদ ৪২ থেকে ৪৪ নম্বর আয়াত - আয়াতে বলা হয়েছে, “পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে এ (নৌকা) তাদের নিয়ে বয়ে চললো, নূহ তার পুত্রকে যে (তাদের ডাকে) পৃথক ছিল, ডেকেবললেন, হে বৎস আমাদের সঙ্গে আরোহন কর এবং অবিশ্বাসী কাফেরদের সঙ্গী হয়ো না।” হযরত নূহ (আঃ) বহু বছর বেঁচেছিলেন এবংমানুষকে সৎ পথে আনারজন্য তিনি বহুকাল ধরে চেষ্টা চালান। কিন্তু এক পর্যায়ে দেখা গেল তার সম্প্রদায়ের মুষ্টিমেয় মানুষ ছাড়া আর কেউ সৃষ্টিকর্তা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে রাজী হলো না, বরং তারা হযরত নূহ(আঃ)কে নিয়ে নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করলো। ফলে গোয়ার্তুমী ও সত্যকে প্রত্যাখ্যান করার জন্য তাদের উপর ঐশী শাস্তি অনিবার্য হয়ে পড়ে। আল্লাহ তার বিশিষ্ট পয়গম্বর হযরত নূহ (আঃ)কে বিষয়টি অবহিত করলেন। আল্লাহর নির্দেশ মত হযরত নূহ একটি বিশালকিশতী বা নৌকা তৈরী করলেন। এরপর একদিন আল্লাহর শাস্তি দুনিয়াকে গ্রাস করলো, মাটিথেকে পানি উদগত হতে লাগলো এবং মুষলধারে বৃষ্টিপাত হতে থাকলো। কোরআনের বক্তব্য অনুযায়ী পাহাড়েরমত তরঙ্গ পৃথিবীকে গ্রাস করলো, মহাপ্লাবনে সবকিছুই তছনছ হয়ে গেল। হযরত নূহ (আঃ) এর সঙ্গী সাথী এবং নৌকায় আশ্রিত অন্যান্য প্রাণী এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেলেন। কিন্তু বিষ্ময়ের বিষয় হচ্ছে, হযরত নূহ (আঃ) এর পুত্র কেনআন কাফেরদের দলভুক্ত হওয়ার কারণে নৌকায় উঠতে অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তুযখন মহাপ্লাবনের প্রাদুর্ভাব দেখা দিল, হযরতনূহ (আঃ) এরমনে যেন পিতৃস্নেহ জেগে উঠলো, তিনি স্বস্নেহে পুত্র কেনআনকে কাফেরদের দল ত্যাগ করে। মুশরেকদের সাথে ওঠা বসার কারণে যে কেউ এমনকি পয়গম্বরের সন্তানওযে পথভ্রষ্ট হয়ে যেতে পারে, এই আয়াত তারই উদাহরণ। এবারে সূরা হুদের ৪৩নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক। এ আয়াতে বলা হয়েছে, অর্থাৎ “(হযরত নূহের পুত্র) বললো, আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে প্লাবন হতে রক্ষা করবে। (হযরত নূহ) বললেন, আজ আল্লাহর বিধান হতে রক্ষা করার কেউ নেই।(রক্ষা পাবে) সেই যাকে আল্লাহ দয়া করবেন। এরপর তরঙ্গ ওদের বিচ্ছিন্ন করে দিল এবং (হযরত নূহের পুত্র) নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো।” এটি অনেক বড় পোস্ট এবং অনেক ইমেজ হওয়ার জন্য এখানে সম্পূর্ণ পোস্ট দেয়া সম্ভব হচ্ছে না । পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ । বন্ধুদেরShare করে দেখিয়ে দিন ।

Sunday, 12 August 2012

Thursday, 2 August 2012

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 

<>যদি নিশ্চিত হন যে আগামীকাল কিয়ামত তবুও গাছ লাগান <>যদি নিশ্চিত হন যে আগামীকাল কিয়ামত তবুও গাছ লাগান <>যদি নিশ্চিত হন যে আগামীকাল কিয়ামত তবুও গাছ লাগান <>যদি নিশ্চিত হন যে আগামীকাল কিয়ামত তবুও গাছ লাগান